সাবেক টাইগার ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিলো একমি রাজশাহী মাস্টার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে ন্যাশন্স ঢাকা মেট্রো মাস্টার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খালেদ মাসুদ পাইলটের দল। এ নিয়ে দু’ম্যাচের দু’টিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে শেষ চারে নাম লেখালো দলটি।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। দলের হয়ে ফয়সাল হোসেন ডিকেন্স খেলেন অপরাজিত ৫৯ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে আনিসুর রহমানের ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী মাস্টার্স। ৭ ছয় ও ৫ চারে ২৮ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন হান্নান সরকার। আর ৫ চারে ৩৭ রান করে অপরাজিত থাকেন জাভেদ ওমর বেলিম।
ম্যাচসেরা হয়েছেন হান্নার সরকার।
প্রথম ম্যাচে এক্সপো অলস্টারস মাস্টার্সকে ৪৫ রানে হারায় তারা।
বুধবার সমুদ্র সৈকত কক্সবাজারে টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের পর্দা ওঠে। টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনে কমপক্ষে ৫ বছর খেলা ক্রিকেটাররা। এবারের প্রতিযোগিতায় দু’গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় ফ্রাঞ্চাইজিভিত্তিক ৬টি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জুলাই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ডিএইচ